Wednesday, 7 February 2018

সাবধান ওজন ঠিক আছে তো? ডিজিটাল ওয়েট মেশিনে ওজনের গোলক ধাঁধা learn Digital Weight Machine Bangla

সাবধান ওজন ঠিক আছে তো? ডিজিটাল ওয়েট মেশিনে ওজনের গোলক ধাঁধা learn Digital Weight Machine Bangla


আমরা সবাই জানি এনালগ ওজনের চেয়ে ডিজিটাল ওয়েট মেশিন সঠিক ওজন দিয়ে থাকে। আর এ কারনেই ডিজিটাল ওয়েট মেশিনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এই ডিজিটাল ওয়েট মেশিনকে যে কোন সময় কাষ্টমাইজ করা যায়। একটু সচেতন না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

কিছু কিছু লোভি ব্যবসায়ীগন আমাদের অঙ্গতার কারনে এই বিশেষ কাষ্টমাইজের  সুবিধাকে ব্যবহার করে প্রতিনিয়তই পন্যের ওজন পরিমাপে প্রতারনা করে আসছে।

আমিও এরকম একটি ওজন প্রতারনার স্বীকার হয়ে ১৪ কেজি মাংশে প্রায় ১ কেজি ওজন কম পেয়েছিলাম।

তাই আপনারা যাতে  ক্রয়কৃত পন্যটি ডিজিটাল ওয়েট মেশিনে সঠিকভাবে পরিমাপ করে বুঝে নিতে পারেন। এ বিষয়ে পুর্নাঙ্গ ধারনা দেওয়া হয়েছে।

মনে রাখবেন ওজনে কম কিন্তু সব ব্যবসায়ী আপনাকে দিবে না। সাধারনত ওজন নিয়ে প্রতারনা করা হয়, কম্পিটিশনাল বাজরের দোকানে, যে স্থানে ভাসমান মানুষের ক্রয় করার প্রবনতা বেশী, দামি পন্য যেমন,মাছ ও মাংসের দোকান সহ অন্যান্য দোকান।

কিভাবে পন্যের  সঠিক ওজন পাবেন তার বিস্তারিত এই বিডিওতে আলোচনা করা হয়েছে।
মনে রাখবেন,
যখন এক্সটা ট্রেতে পন্য পরিমাপ করা হবে তখন এক্স্টা ট্রেটি ০০ করে নেওয়া হয়েছে কিনা?
যদি ট্রেটি ০০ করে না নেওয়া হয় তাহলে টোটাল ওয়েট থেকে ট্রের ওজন বাদ যাবে।
অনেক সময় ট্রেটি ফিগার ০০ করে নিয়ে ট্রেটি মেশিন থেকে উঠিয়ে বিক্রেতা ডিজিটাল মেসিনের নির্দিষ্ট বাটনে প্রেস করে আবার ফিগার ০০ করে দিতে পারে এদিকে খেয়াল রাখবেন!
কিছু কিছু সময় দেখা যায় বিক্রেতা ট্রে টিকে ০০ ফিগার করে পন্য মাপার সময় মেসিনটি দ্রুত বন্ধ করে আবার চালু করতে পারে সে ক্ষেত্রে পন্য ওজনে কম আসবে।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখান অনুরোধ করছি।

আমার FUN TECH VISION   YOUTUBE CHANNEL সাবষ্কাইভ করার অনুরোধ রইলো।
শেয়ার করে অন্যজনকে সাবধান হতে সহায়তা করার অনুরোধ করছি। ধন্যবাদ

No comments:

Post a Comment

সাবধান ওজন ঠিক আছে তো? ডিজিটাল ওয়েট মেশিনে ওজনের গোলক ধাঁধা learn Digital Weight Machine Bangla

সাবধান ওজন ঠিক আছে তো? ডিজিটাল ওয়েট মেশিনে ওজনের গোলক ধাঁধা learn Digital Weight Machine Bangla আমরা সবাই জানি এনালগ ওজনের চেয়ে ডিজিট...